পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত ১২০ মেগাওয়াট বিদ্যুৎ প্রথমবারের মত পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রীডে যুক্ত হয়েছে। গতকাল সকাল এগারটায় পায়রা-গোপালগঞ্জের এ সঞ্চালন লাইন সফলভাবে চালু করা হয়।
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী রেজোয়ান ইকবাল খান সাংবাদিকদের জানান, প্রায় ১৩৬ কিলোমিটার দীর্ঘ ডবল সার্কিটের হাই ভোল্টেজ লাইনটি পটুয়াখালীর কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে পটুয়াখালী সদর হয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় নবনির্মিত ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রে যুক্ত হয়েছে। আগামী মাসে বাণিজ্যিকভাবে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রীডে দিতে সক্ষম হবে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। এদিকে, তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত লি. রুইয়ান (৫৪) নামের এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। নিহত লি. রুইয়ানের বাড়ি চীনের বেইজিং এর গুয়াংডং এলাকায়।
শ্রমিকদের সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন অসুস্থ ছিল। রাবনাবাদ নদের তীরে জেটি নির্মাণ কাজে ব্যস্ত থাকা অবস্থায় ওই চীনা শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে অন্য শ্রমিকরা তাকে দ্রæত উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাাপাড়া হাসপাতালের চিকিৎসক অনুপ সরকার বলেন, চীনা শ্রমিককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, মৃতের লাশ চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।