Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর পুলিশ সুপারের সম্মাননা স্মারক প্রাপ্তি

বিশেষ সংবাদদাতা, যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

বাংলাদেশ পুলিশ সপ্তাহ-২০২০এ যশোর জেলা পুলিশ বিরাট সাফল্য অর্জনের স্বীকৃতি পেয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চোরাচালান মালামাল উদ্ধারে ‹খ› গ্রæপে প্রথম স্থান ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ‹খ› গ্রæপে তৃতীয় স্থান অর্জন করে যশোর জেলা পুলিশ। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম(বার), এর কাছ থেকে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক গ্রহণ করেন যশোর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, (পিপিএম)। জানা যায়, তিনি যশোরে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় স্পষ্টভাবে উল্লেখ করেছেন, মাদক নির্মূল, সন্ত্রাস ও চোরাচালান দমন এবং সামগ্রিক আইন শৃঙ্খলার উন্নয়ন তার প্রথম এবং প্রধান কাজ হবে। যশোরের এসপি আইজিপি’র কাছ থেকে সন্মাননা স্মারক ও স্বীকৃত পাওয়ায় জেলার সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অত্যন্ত খুশি হয়েছেন। এই স্বীকৃতি পুলিশের প্রতিটি ইউনিটের সদস্যের মনোবল, পেশাদারিত্ব ও কর্মউদ্দীপনা বৃদ্ধি পাবে বলে সন্মাননা স্মারকে উল্লেখ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ সুপার

২২ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ