Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

জম্মু-কাশ্মীর ইস্যুতে ফের উদ্বেগ প্রকাশ যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে আটকাবস্থা ও ইন্টারনেট বন্ধে যুক্তরাষ্ট্র ফের উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক শীর্ষ ক‚টনৈতিক অ্যালিস ওয়েলস এক টুইটার পোস্টে বলেন, ‘অঞ্চলটিতে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ বাসিন্দাদের আটকাবস্থা এবং ইন্টারনেট বন্ধে আমরা উদ্বেগ প্রকাশ করছি। আমরা চাই, সেখানকার স্বাভাবিকতা ফিরিয়ে আসুক।’ খবর দ্য ডন। প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে ক‚টনৈতিক সফরে যাওয়ার আগে এমন মন্তব্য করলেন ওয়েলস। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক ব্যুরোর ওয়েবসাইটে ওয়েলসের এই বিবৃতি পোস্ট করা হয়। জানুয়ারির মাঝামাঝিতে নয়াদিল্লিতে তিনদিনের সফরে আসছেন ওয়েলস। দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে দুই দেশের শীর্ষ ক‚টনীতিকদের মধ্যে আলোচনা হবে। তার আগে এই পোস্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। স¤প্রতি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও অন্যান্য বিদেশি ক‚টনীতিকেরা জম্মু-কাশ্মীরে গিয়েছিলেন। ২০১৯ সালের আগস্টের শুরুতে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় ক্ষমতাসীন বিজেপি। সে সময় থেকে অঞ্চলটিতে ইন্টারনেট বন্ধ করে রাখাসহ একাধিক নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ