মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়েন দাবি করেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার সম্ভাবনা বেড়ে গেছে। তিনি এমন সময় এ দাবি করলেন যখন হোয়াইট হাউজের ইরান-বিদ্বেষী নীতি তীব্রতর হয়েছে। তিনি রোববার মার্কিন বার্তা সংস্থা অ্যাক্সিওস’কে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন সন্ত্রাসী হামলায় ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাÐের কথা উল্লেখ করে বলেন, ইরান ও আমেরিকার মধ্যে আলোচনার সম্ভাবনা বেড়ে গেছে। মার্কিন নিরাপত্তা উপদেষ্টা পশ্চিম এশিয়ায় তার দেশের হাজার হাজার সেনার উপস্থিতি সম্পর্কে দাবি করেন, ইরানকে প্রতিহত করার জন্যই এসব সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। ওব্রায়েন বলেন, মার্কিন স্বার্থে আঘাত হানার আগে ইরান যেন ভালোভাবে এর পরিণতির কথা চিন্তা করে। তিনি এমন সময় এসব দাবি করলেন যখন মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি এ অঞ্চলের জন্য উত্তেজনা ও সংকট সৃষ্টি ছাড়া অন্য কোনো ফল বয়ে আনেনি। ইরান সরকার আমেরিকার সঙ্গে আলোচনার প্রস্তাব সম্পর্কে বহুবার বলেছে, ওয়াশিংটন তেহরান বিদ্বেষী নীতি পরিহার করলে এবং পরমাণু সমঝোতায় ফিরে এলেই কেবল মার্কিন সরকারের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর কাঠামোর আওতায় আলোচনা হতে পারে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।