মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের কলকাতায় অবস্থিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘অসভ্য’ হিসেবে আখ্যায়িত করেছেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। তিনি বলেছেন, ‘যাদবপুরের শিক্ষার্থীরা কোনও সভ্যতা-ভদ্রতা জানে না। তারা এ রকম একটি বিশ্ববিদ্যালয়ের সম্মান নষ্ট করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে রাজনীতির আখড়া বানিয়ে ফেলেছে। গেটের বাইরে যেভাবে রাজনীতির মঞ্চ বানানো হয়েছে তাকে ন্যাক্কারজনক ছাড়া কিছুই বলা যায় না।’ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণম‚ল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন মোদি সরকারের এই বন ও পরিবেশ প্রতিমন্ত্রী। তার দাবি, যাদবপুরের বিক্ষোভে মমতাই নেতৃত্ব দিচ্ছেন। বহুদিন থেকেই দিল্লির খ্যাতনামা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়কে ‘দেশদ্রোহীদের আখড়া’ বলে অভিযোগ করে আসছে বিজেপি। এবার সেই তালিকায় যুক্ত হলো কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়। এদিকে বাবুল সুপ্রিয়-এর মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন তৃণম‚ল নেতা পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, অভিনয়ের ডায়লগ না কি গানের? যাদবপুরের ছেলেরা খারাপ না ভালো তা মেধা দিয়ে বিচার হবে। উনি তো ইউনিয়ন রুমে ঢুকে তছনছ করেছেন। পুলিশ ঢুকিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। তাই শিক্ষার্থীদের নিয়ে প্রশ্ন না তোলাই ভালো। উল্লেখ্য, মোদি সরকারের বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিল কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নাগরিকপঞ্জির বিরুদ্ধেও মাঠে দাঁড়িয়েছে তারা। নিউজ ১৮।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।