Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

বিপজ্জনক অগ্ন্যুৎপাতের আশঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ফিলিপাইনে সোমবার তাল আগ্নেয়গিরি থেকে লাভাস্রোত বের হতে শুরু করেছে। এর ফলে রাজধানী ম্যানিলার দক্ষিণের এলাকা থেকে ৮ হাজার লোককে আপাতত নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। প্রশাসনের ধারণা, পরিস্থিতি আরও খারাপ হলে অন্তত দুই লাখ লোককে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যেতে হবে। কারণ, অদূর ভবিষ্যতে আগ্নেয়গিরি থেকে আরও প্রবলভাবে লাভাস্রোত বের হতে পারে। ফিলিপাইনের ইনস্টিটিউট অফ ভলক্যানোলজি ও সিসমোলজি (ফিভোলক্স) রোববার রাত জুড়ে আগ্নেয়গিরির ভিতর ৭৫টি আগ্নেয় ভ‚কম্প নথিভুক্ত করেছে। এর পরেই কাছাকাছি থাকা গ্রামগুলো থেকে গ্রামবাসীদের বিশেষ ত্রাণ শিবিরে নিয়ে আসার কাজ শুরু হয়ে যায়। এপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ