Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

মার্কিন ঘাঁটিতে ৬ দফা রকেট হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ইরাকের মার্কিন সেনাঘাঁটিতে আবারও রকেট হামলা হয়েছে। রোববার বাগদাদের উত্তরে আল-বালাদ বিমান ঘাঁটিতে পরপর ছয়টি রকেট হামলার ঘটনা ঘটে। হামলায় ইরাকি বিমান বাহিনীর চারজন কর্মী জখম হয়েছেন। তবে কোনো মার্কিন সৈন্য হতাহতের খবর জানা যায়নি। ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৫০ কিলোমিটার উত্তরে আল-বালাদ বিমান ঘাঁটি অবস্থিত। এখানে মার্কিন সেনাবাহিনীর একটি বেস আছে। স্ট্যাটিজিকভাবে গুরুত্বপ‚র্ণ এ সেনাঘাঁটির অভ্যন্তরের রানওয়েতে পরপর ছয়টি রকেট এসে পড়ে। ইরানের সঙ্গে স¤প্রতি তিক্ততার জেরে ইরাকের মাটিতে আরো সতর্ক হয়েছে পেন্টাগন। যে কারণে এ ঘাঁটি থেকে অধিকাংশ মার্কিন সেনাকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছিল বলে সামরিক স‚ত্রে জানা গেছে। স্থানীয় সরকারকে সহায়তার জন্য ইরাকের বিভিন্ন ঘাঁটিতে বর্তমানে প্রায় ৫০০ মার্কিন সামরিক সদস্য মোতায়েন আছেন। এএফপি, আল-জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ