Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

আইএসের পুনরুত্থান ঠেকাতে এখনই পদক্ষেপ নিতে হবে

জর্ডানের বাদশাহ আবদুল্লাহর উদ্বেগ প্রকাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

মধ্যপ্রাচ্যে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে জঙ্গি গোষ্ঠী আইএস। সোমবার এমন সতর্কতা দিয়েছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। গত বছর সিরিয়ায় সর্বশেষ ঘাঁটি থেকে উৎখাত হয় আইএস। এরপর প্রথম বড় রকমের উদ্বেগ প্রকাশ করলেন বাদশাহ আবদুল্লাহ। তিনি বলেছেন, গত বছরে আইএসকে পুনর্গঠিত হতে এবং তাদের উত্থান দেখা গেছে। এটা শুধু যে সিরিয়ার দক্ষিণ-প‚র্বাঞ্চলে হয়েছে তা নয়, একই সঙ্গে আইএসকে পুনর্গঠিত হতে দেখা গেছে পশ্চিম ইরাকে। ফ্রান্স ২৪ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন বাদশাহ আবদুল্লাহ। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এ সপ্তাহে ব্রাসেলস, স্ট্রাসবার্গ ও প্যারিসে আলোচনার আগে তিনি ওই সাক্ষাতকারে বলেন, আইসিস বা আইএসের পুনরুত্থান ঠেকাতে এখনই পদক্ষেপ নিতে হবে। সিরিয়ায় যুদ্ধ করতে যাওয়া অনেক বিদেশী যোদ্ধা এখন অবস্থান করছে লিবিয়াতে। ওই দেশ থেকে ইউরোপ খুব কাছের। এ বিষয়টি আগামী কয়েক দিনের আলোচনায় গুরুত্ব পাবে। বাদশাহ আবদুল্লাহ আরো বলেন, উত্তরের সীমান্ত দিয়ে সিরিয়ার ইদলিব প্রদেশ ছেড়েছে কয়েক হাজার যোদ্ধা। তারা প্রবেশ করেছে লিবিয়ায়। এটা এমন একটি ইস্যু, আমাদের ইউরোপীয় বন্ধুদের এ বিষয়টিতে ২০২০ সালে দৃষ্টি দিতে হবে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। যেকোনো মুহ‚র্তে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। এ প্রসঙ্গে বাদশা আবদুল্লাহ বলেছেন, আগামী মাসগুলোতে মধ্যপ্রাচ্যের বিষয়ে আমাদেরকে সঠিক ভাবে আলোচনা করতে হবে, যা প্রকৃতপক্ষে উত্তাপকে কমিয়ে আনে। উত্তেজনা প্রশমনের ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি। আমাদের মধ্যপ্রাচ্য আরেকটি অস্থিতিশীলতা সহ্য করার মতো অবস্থায় নেই। তেহরানে যা ঘটবে তাতে আক্রান্ত হবে বাগদাদ, আম্মান, বৈরুত এবং ইসরাইল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া। তিনি আরো বলেন, স¤প্রতি লিবিয়ায় সেনা মোতায়েন শুরু করেছে তুরস্ক। তারা সেখানে লিবিয়ার সেনাদের প্রশিক্ষণ বৃদ্ধি করলেও এতে অধিকহারে দ্বিধা সৃষ্টি হবে। ফ্রান্স ২৪ টেলিভিশন,আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ