Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

কুকুরের মতো গুলি করে হত্যা করা হবে : দিলিপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের প্রতি হুঁশিয়ারি জানিয়ে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি দিলিপ ঘোষ বলেছেন, যারা ভাঙচুর করবে তাদের কুকুরের মতো গুলি করে হত্যা করা হবে। রবিবার নদিয়া জেলায় এক জনসমাবেশে একথা বলেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে। গত কয়েকদিন ধরেই বিতর্কিত বক্তব্য দিয়ে সংবাদমাধ্যমের শিরোনাম হয়ে আসছেন দিলিপ ঘোষ। দিল্লির দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) মুখোশধারীদের হামলার হতাহতের ঘটনা সাজানো বলে দাবি করেন তিনি। তার আগের দিন তিনি বলেছিলেন, ‘কমিউনিস্টদের মারা শুরু হয়েছে। মনে হয়, এটা তাদের পাওনা আছে, কারণ যা ব্যবহার করেছে। এটা অস্বাভাবিক কিছু নয়। হিসেব বরাবর হচ্ছে’। গত সপ্তাহে এই বিজেপি নেতা জেলার কৃষ্ণনগরে রাস্তা বন্ধ করে দলের একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় একটি অ্যাম্বুলেন্সকে যেতে দেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিওটি ভাইরাল হয়। এতে দেখা গেছে, অ্যাম্বুলেন্সের চালককে তিনি বিকল্প পথ দিয়ে যেতে এবং সমাবেশে অংশগ্রহণকারীদের বিরক্ত না করতে বলছেন। নদিয়াতে সমাবেশে বিজেপি নেতা বলেছেন, নাগরিকত্ব আইনের বিরোধিতা করতে গিয়ে যারা সরকারি সম্পত্তি নষ্ট করবে তাদের উত্তর প্রদেশ ও আসামের মতো গুলি করে হত্যা করা হবে। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ