Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চেন্নাইয়েও ফ্রি কাশ্মীর পোস্টার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

মনে হচ্ছে কাশ্মিরের মুক্তি আন্দোলন এবার সারা ভারত ছড়িয়ে পড়ছে। বিশেষ করে এই আন্দোলন সারা দেশে সংখ্যালঘুদের আইকনে পরিণত হচ্ছে। মোদি’র ফ্যাসিবাদি শাসনামলে প্রায়ই বিভিন্নস্থানে সরকারবিরোধী বিক্ষোভগুলোতে উঁকি দিচ্ছে ‘মুক্ত কাশ্মীর’ লেখা পোস্টার। সা¤প্রতিক অতীতে এ ধরনের পোস্টার প্রদর্শনকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। কিন্তু তাই বলে পোস্টার প্রদর্শন থেমে থাকছে না। স¤প্রতি এমন পোস্টার দেখা গেছে চেন্নাইয়ে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে। এর আগে রাজধানী দিল্লি ও মুম্বাইয়েও এমনটি দেখা গেছে। জওহেরলাল নেহেরু বিশ্ববিদ্যায়ে (জেএনইউ) শিক্ষার্থীদের উপর পুলিশের সহিংসতার পর প্রতিবাদকারীদের হাতে এ ধরনের পোস্টার দেখা যায়। দিল্লির পর মুম্বাইয়ে ৬ জানুয়ারি একই ধরনের বিক্ষোভ হয়। সেখানে মেয়েদের হাতে ‘ফ্রি কাশ্মীর’ লেখা পোস্টার দেখা গেছে। ৫ জানুয়ারি জেএনইউ-তে মুখোশধারীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙ্গচুর, শিক্ষার্থীদের আহত করে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ