Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হাইমচর উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২০, ৮:০৬ পিএম

চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. নূর হোসেন পাটওয়ারী বিজয়ী হয়েছেন। প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট নেয়া হয়। কয়েককটি কেন্দ্রে প্রতিপক্ষের এজেন্টকে বের করে 

দেয়ার অভিযোগ ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নৌকা প্রতীকের প্রাথী মো. নূর হোসেন পাটওয়ারী ১৬ হাজার ২শ' ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারশ মাকার প্রাথী মোতালেব জমাদার পেয়েছেন ১১হাজার ৮শ' ৩২ ভোট।

৩ পদে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। চেয়ারম্যান পদে ৩ জন,ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী রয়েছেন।
চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত মো. নূর হোসেন পাটওয়ারী(নৌকা),বিএনপির মো. ইসাহাক খোকন(ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী মো. মোতালিব জমাদার (আনারস)।
৩১টি কেন্দ্রের সবগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

১শ' ৩৪ বর্গকিলোমিটার আয়তনের হাইমচর উপজেলায় মোট ভোটার ৮০ হাজার ২শ' ৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৪ শ' ১৭ জন এবং নারী ভোটার ৩৮ হাজার ৮শ' ১৭ জন।
এই উপজেলার ৬ ইউনিয়নে ৩১ কেন্দ্রে ২শ' বুথে প্রথম বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেন ভোটাররা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ