Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় বিয়ে করছেন ফারহান আক্তার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২০, ৩:৫৯ পিএম

ঘনিষ্ঠ একটি সূত্রের উদ্বৃতি দিয়ে সম্প্রতি সংবাদ মাধ্যম মুম্বাই মিরর জানিয়েছে, এ বছরের শেষ দিকে তুফান ছবি মুক্তির পর পরই অভিনেতা ফারহান আখতার ও শিবানি দান্ডেকার বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা নিয়েছেন। যদিও ঠিক কবে নাগাদ অনুষ্ঠানটি হবে, তা এখনো নির্ধারিত হয়নি। কিন্তু এরই মধ্যে নাকি ফারহান-শিবানি দুজনই তাদের জীবনের বিশেষ দিনটির জন্য বিস্তর প্রস্তুতি নেয়া শুরু করেছেন। ফারহান আখতার অভিনীত তুফান ছবিটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ অক্টোবর।


এদিকে চারদিকে ফারহান-শিবানির বিয়ের খবর রটে যাওয়ার পর আরেকটি বিষয় নিয়ে বেশ চমক সৃষ্টি হয়েছে। তাহলো ফারহান-শিবানির বিয়ের বিষয়টি নিয়ে বেশির ভাগ লোকজন অবগত হওয়া সত্ত্বেও ফারহানের বাবা জাভেদ আখতার নাকি এ সম্পর্কে তেমন কিছুই অবগত নন। টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ফারহান-শিবানির বিয়ের খবর শুনে রীতিমতো আশ্চর্যবোধ করেছেন তিনি। প্রতিবেদককে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমি মাত্রই আপনার কাছ থেকে খবরটি শুনলাম।

ফারহানের জন্মদিনে আমি ওর সাথে ছিলাম। এটা শুক্রবারের কথা। এ বিয়ে সম্পর্কে ও আমাকে কিছুই বলেনি। যাহোক, আপনি বোধহয় জানেন না, শিশুরা খুবই গোপনীয় হতে পারে।’ এছাড়া শিবানি সম্পর্কে এ লেখক ও গীতিকার যোগ করেন, ‘তার সাথে আমার অনেকবার দেখা হয়েছে। সে খুবই মিষ্টি মেয়ে।’

উল্লেখ্য, ফারহান আখতার এর আগে বিয়ে করেছিলেন হেয়ারস্টাইলিস্ট অধুনা ভবানীকে। ২০১৬ সালে এ দম্পতি বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন। তাদের দুই মেয়ে সন্তান রয়েছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফারহান আক্তার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ