বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকায় ইঞ্জিনচালিত ট্রলার ও হরিণধরা ফাঁদসহ ৩ চোরাশিকারীকে আটক করেছে বনরক্ষীরা। আটক শিকারীদের সোমবার সকালে বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান, রবিবার রাতে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা কোষ্টগার্ডের সহায়তায় পক্ষীদিয়ার চর এলাকায় সাগরে সন্দেহ জনক একটি ইঞ্জিনচালিত ট্রলারে তল্লাশী চালায়। এ সময় ট্রলার থেকে ৫০টি নাইলনের দড়ি দিয়ে বানানো হরিণধরা ফাঁদ, মাছধরা জাল, ধারালো দা উদ্ধার এবং ট্রলারে থাকা ৩ চোরাশিকারীকে আটক করেন। আটককৃতরা হলো মিরাজ (৩০), মোঃ মুছা (২৫) ও মোঃ হাকিম (২০)। এদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার গাববাড়িয়া ও তাফালবাড়ীয়া গ্রামে।
এব্যপারে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার সাদেক মাহমুদ বাদী হয়ে বন আইনে একটি মামলা দায়ের করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।