Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২০, ১০:৩৬ এএম | আপডেট : ১০:৩৯ এএম, ১৩ জানুয়ারি, ২০২০

ঢাকা-চট্টগ্রাম রেলরুটের মীরসরাইয়ের বারইয়ারহাটে রেললাইন পার হওয়ার সময় রেলের ধাক্কায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। নিহত মুক্তিযোদ্ধা হলেন উপজেলার জোরারগঞ্জ থানাধীন ধুম ইউনিয়নের বাসিন্দা মাস্টার ছালামত উল্লাহ (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় স্থানীয় বারইয়ারহাট রেললাইনের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার পথে চট্টগ্রাম মুখী একটি ট্রেনের ধাক্কায় তিনি ঘটাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে তার স্বজনরা লাশ বাড়ীতে নিয়ে যায়। নিহত ছালামত উল্লাহ মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক ছিলেন, বর্তমানে তিনি বারইয়ারহাট শিশু নিকেতন ও উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই সাদ্দাম বলেন, বারইয়ারহাটে রেল দূর্ঘটনায় একজন নিহত হয়েছে শুনেছি। বিষয়টি আমরা রেলওয়ে পুলিশকে খবর দিয়েছি। তারা এসে বাকী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

ইমাম হোসেন, মীরসরাই, চট্টগ্রাম। ০১৮২২-২২৪৪৪৫
তাং ১৩ জানুয়ারী ২০২০ ইং।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ