Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসএম তুষার-এর প্রথম একক যাবো কোথায়

প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ঈদ উপলক্ষে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানবক্স থেকে মুক্তি পেলো এসএম তুষার-এর প্রথম একক অ্যালবাম ‘যাবো কোথায়’। আটটি গান দিয়ে সাজানো অ্যালবামটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন তুষার নিজেই। অ্যালবামটিতে গান লিখেছেন সামসুল হুদা, মেহেদি হাসান জনি, এমএ দূর্জয়, রাতুল, রাজু এবং তুষার। অ্যালবামটি সম্পর্কে এসএম তুষার বলেন, যদিও আমি একজন ভিডিও নির্মাতা তবুও গানের প্রতি দুর্বলতা থেকেই অ্যালবামটি করা। অ্যালবামটিতে সব ধরনের গানের পাশাপাশি একটি রাধা-রমনের গানও রয়েছে। তিনি জানান, এই অ্যালবামের প্রায় সবগুলো গানেরই মিউজিক ভিডিও নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। যা খুব শীঘ্রই ইউটিউব ও বিভিন্ন চ্যানেলগুলোতে প্রচার শুরু হবে। উল্লেখ্য, গত বছর তার নিজস্ব সংগীত পরিচালনায় তুষার ফিচারিং-এক পৃথিবী শিরোনামের অ্যালবাম প্রকাশিত হয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস থেকে। এছাড়াও তিনি বেশ কিছু মিক্সড অ্যালবামে শিল্পী ও সংগীত পরিচালক হিসেবে কাজ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসএম তুষার-এর প্রথম একক যাবো কোথায়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ