Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে খন্দকার বাপ্পী ও বর্ষার মিউজিক ভিডিও

প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

আশিক বন্ধু : ঈদে প্রকাশিত হচ্ছে খন্দকার বাপ্পী ও বর্ষা মাহমুদের ডুয়েট গানের মিউজিক ভিডিও। অনুরূপ আইচের লেখা প্রেমের খেয়া শিরোনামের গানটি জি-সিরিজ থেকে প্রকাশিত হবে। সুর ও সঙ্গীত করেছেন ইশরাক হোসেন। ইতিমধ্যে গানটির মিউজিক ভিডিও প্রোমো ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করার পর দারুণ সাড়া পড়েছে। আধুনিক চিত্রায়ন, গানের গল্প, লোকেশন, শিল্পীদের অংশগ্রহণে মিউজিক ভিডিওটি অসাধারণ হয়েছে বলে নির্মাতা মনে করেন। একটানা তিনদিন শুটিং করে গানটির কাজ করা হয়েছে। এই সপ্তাহে গানটি বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে। এ ব্যাপারে কণ্ঠশিল্পী ও কোরিওগ্রাফার পরিচালক খন্দকার বাপ্পী বলেন, যারা প্রোমো দেখছেন, সবাই গানটির ভিডিও নিয়ে দারুণ সাড়া দিচ্ছেন। মিউজিক ভিডিওতে গানের কথা অনুযায়ী প্রতিটি সিকোয়েন্সে গল্প পাবেন দর্শকরা। তাই আমরা গানটি নিয়ে খুবই আশাবাদী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদে খন্দকার বাপ্পী ও বর্ষার মিউজিক ভিডিও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ