Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও ক্রিকেটে পন্টিং-গিলক্রিস্ট-ওয়ার্ন!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২০, ৬:০৪ পিএম

অস্ট্রেলিয়াকে গ্রাস করছে এক ভয়াবহ দাবানল। দাবানলে প্রাণ হারিয়েছেন ২৭ জন। কয়েক কোটি পশুপাখি মৃত্যুবরণ করেছে। দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে বসবে সাবেক তারকা ক্রিকেটারদের মেলা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি আনন্দের সঙ্গে বলতে চাই অস্ট্রেলিয়ায় দাবানলের ক্ষয়ক্ষতির জন্য তহবিল সংগ্রহ করতে একটি ম্যাচ আয়োজন করতে যাচ্ছি। সম্প্রতি ঘটে যাওয়া আকস্মিক এই দাবানলের ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য সে ম্যাচ থেকে পাওয়া সব অর্থ আমরা দান করে দিব।’

ফলে আবারও ক্রিকেট মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তিরা। রিকি পন্টিং ও শেন ওয়ার্নের নেতৃত্বে আলাদা দুটি দলে বিভক্ত হয়ে মাঠে নামবে অজি কিংবদন্তিরা। ম্যাচটিতে খেলবে অ্যাডাম গিলক্রিস্ট, অজি দলের বর্তমান কোচ জাস্টিন ল্যাঙ্গার, অ্যালেক্স ব্ল্যাকওয়েলের মতো তারকারা।

এছাড়াও মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসনও খেলার কথা। আরও কিছু চমক থাকবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সামনের সপ্তাহ নাগাদ তাদের নামও বলা হবে। এক হিসাবে দেখা গেছে সাবেক এ ক্রিকেটাররা মিলিয়ে তিন হাজারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

আগামী মাসের ৮ ফেব্রুয়ারি ম্যাচটি আয়োজনের পরিকল্পনা করেছে তারা। একই দিন বিগ ব্যাশ লিগের ফাইনালও অনুষ্ঠিত হবে। এছাড়া একইদিন ভারত-অস্ট্রেলিয়া নারী দলের খেলা অনুষ্ঠিত হবে। ম্যাচ তিনটি আয়োজনের জন্য নারী দলের ম্যাচটির সময় কিছুটা এগিয়ে আনবে কর্তৃপক্ষ।

এ দিকে, দাবানলের ক্ষয়ক্ষতির জন্য শুরু হতে যাওয়া ভারতের মাটিতে সিরিজে ভারতকেই হারিয়ে প্রাকৃতিক এই দুর্যোগে বিধ্বস্ত দেশের মানুষের মুখে হাসি ফেরাতে চান অস্ট্রেলিয়া দলের টি-টুয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ