Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাতাসে সারাদেশে হাড় কাঁপুনে শীত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২০, ১১:৪৭ এএম | আপডেট : ৩:০৪ পিএম, ১২ জানুয়ারি, ২০২০

ঘন কুয়াসার কারণে দুদিন ধরে হাড় কাঁপুনে শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এর কারণ ঘন কুয়াশার সঙ্গে কনকনে বাতাস।

রোববার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, আজ ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকালে ঢাকায় সর্বনিম্ন ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এছাড়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে তাকে শৈত্যপ্রবাহ বলা হয়।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, তাপমাত্রা কিছুটা স্বাভাবিক বলা যায়। কিন্তু বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।

তিনি বলেন, আকাশ মেঘলা রয়েছে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা আরো কমতে পারে।

আবহাওয়া বিভাগ আরো জানিয়েছে, শীতের তীব্রতা আগামী দুই-তিন দিন একই রকম থাকতে পারে। তাপমাত্রা কিছুটা বাড়তে পারে ১৫ জানুয়ারি থেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শৈত্য প্রবাহ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ