Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয় বাংলার দেশ জিন্দাবাদের নয়

আইডিয়াল কলেজে তথ্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

এই দেশে জিন্দাবাদের অস্তিত্ব কখনো ছিল না, আগামীতেও থাকবে না উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, এই বাংলাদেশ জয় বাংলার বাংলাদেশ, এটি কোনো জিন্দাবাদের বাংলাদেশ নয়।

গতকাল শনিবার রাজধানীর আইডিয়াল কলেজ ধানমন্ডির সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী বলেন, ৩০ লাখ শহীদের রক্তে কেনা আমাদের এই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্যু দেশের জন্য কাজ করে গেছেন। তারই দেখানো পথ অনুসরণ করে বাংলাদেশের মানুষের স্বপ্নপূরণের সারথি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানুষের স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছেন। শুক্রবার বঙ্গবন্ধুর শতবর্ষের ক্ষণগণনা আমরা নিজ চোখে দেখেছি। এটা আমাদের ভাগ্য যে, আমরা বঙ্গবন্ধুর শতবার্ষিকীর ক্ষণগণনা স্বচক্ষে দেখতে পারছি। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই আগামী দিনের বাংলাদেশ। তোমাদেরই বাংলাদেশ তথা বিশ্বকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। এজন্য জয় বাংলার চেতনায় নিজেকে গড়তে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভ‚মিকা রাখতে হবে। আগে নিজেকে গড়তে হবে। তারপর বিশ্বকে নেতৃত্ব দিতে হবে। এর আগে তিনি অতিথিদের সঙ্গে নিয়ে কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘তরী’র মোড়ক উন্মোচন করেন।

কলেজটির গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-অধ্যক্ষ অধ্যাপক জসিম উদ্দীন আহম্মেদ, উপাধ্যক্ষ মজিবুর রহমান, তৌফিক আজিজ চৌধুরী, দুদকের পিপি অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ পিন্টু, কবির আহমেদ ভ‚ঁইয়া। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তাহসান, কণাসহ দেশের খ্যাতনামা ব্যান্ড দল। শুক্রবার আইডিয়াল কলেজ ধানমন্ডির ৫০ বছর পূর্তির দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।



 

Show all comments
  • Abdullah ১২ জানুয়ারি, ২০২০, ১০:৫৪ এএম says : 0
    জিন্দাবাদে সমস্যা কোথায়? যদি বলেন,"সেটা উর্দু! " তবে আমি বলবো,"আওয়ামী লীগ" নামটি ও থাকা উচিৎ নয় কারণ সেটা ও উর্দু!
    Total Reply(0) Reply
  • Farid ১২ জানুয়ারি, ২০২০, ৮:৪৪ পিএম says : 0
    Name of west Bengal may be bangla
    Total Reply(0) Reply
  • Farid ১২ জানুয়ারি, ২০২০, ৮:৪৬ পিএম says : 0
    Name of west Bengal may be bangla
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ