Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিঠা নিয়ে মেয়ের বাড়ি যাওয়া হলো না বাবার

বিভিন্ন স্থানে নিহত আরো ৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

ছাদেক আলী (৬৫)। পীরগঞ্জে শীতের পিঠা নিয়ে যাচ্ছিলেন মেয়ের বাড়িতে । পথিমধ্যে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন তিনি। এছাড়া গতকাল দেশের বিভিন্ন স্থানে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামে কর্মকর্তাসহ ২ বরিশাল, ঝিনাইদহ ও লক্ষীপুরে একজন করে।
রংপুর : রংপুরের পীরগঞ্জে শীতের পিঠা নিয়ে মেয়ের বাড়িতে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ছাদেক আলী (৬৫) নামে এক বৃদ্ধ। গতকাল শনিবার বিকেলে উপজেলার ঢাকা ও রংপুর মহাসড়কের বোর্ড ঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাদেক উপজেলার রায়পুর ইউনিয়নের সাতগড়া গ্রামের মৃত মাহাতাব উদ্দীনের ছেলে। বড়দরগাহ্ হাইওয়ে পুলিশ স‚ত্রে জানা গেছে, ছাদেক আলী শীতের পিঠা নিয়ে উপজেলার ঘোলা গ্রামে তার মেয়ের বাড়িতে বাইসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় বোর্ড ঘর নামক স্থানে মহাসড়ক পার হতে গিয়ে রংপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ছাদেক আলী।
চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় এক পুলিশ কর্মকর্তাসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোর ৫টার দিকে উপজেলার ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-পুলিশ সদস্য মো. আলমগীর হোসেন (২৪)। অপরজন শহিদুল ইসলাম (২৭)। দুজনের বাড়ি কুমিল্লায়। চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) প্রোটোকলে নিয়োজিত ছিলেন পুলিশ সদস্য আলমগীর। মো. শাকিল নামে স্থানীয় একজন জানান, ঘটনাস্থল এলাকায় তিনি ঘুমিয়েছিলেন। ভোর ৫টার দিকে তিনি হঠাৎ বিকট শব্দ শুনতে পান। পরে দোকান থেকে বের হয়ে দেখেন মোটরসাইকেলের দুই আরোহী মহাসড়কে পড়ে আছেন। তারা আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার বলেন, পুলিশ সদস্য আলমগীর কুমিল্লা থেকে চট্টগ্রামে ফিরছিলেন। পথেই দুর্ঘটনার শিকার হন। তার সঙ্গে থাকা শহিদুল ইসলামও আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ : ঝিনাইদহে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কম্পিউটার অপারেটর মো. উজ্জ্বল হোসেন (৩১) নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার গিলাবাড়িয়া ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল হোসেন হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ গ্রামের আশির উদ্দীনের ছেলে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, দুপুরে মোটরসাইকেল যোগে গ্রাম থেকে ঝিনাইদহ শহরে ফিরছিলেন উজ্জ্বল।
ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের গিলাবাড়িয়া কিংশুক ইটভাটার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। এদিকে কম্পিউটার অপারেটর উজ্জ্বল হোসেনের মৃত্যুতে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা-কর্মচারিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
লক্ষীপুর : লক্ষীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান ডোবায় পড়ে চালক মো. মামুন (৩১) নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকের দুই সহযোগী। গতকাল শনিবার (১১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার যাদৈয়া মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের তিতাহাজরা গ্রামের নুর নবীর ছেলে। আহতরা হলেন- নিহতের ভাই মো. নিজাম ও একই এলাকার মো. রিয়াজ। তারা নিহত চালকের সহযোগী ছিলেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রড ও সিমেন্ট বোঝাই একটি পিকআপ ভ্যান নোয়াখালীর বাংলাবাজার থেকে লক্ষীপুরে যাচ্ছিল। পিকআপটি সদর উপজেলার যাদৈয়া মাইলের মাথা এলাকায় পৌঁছালে অন্য একটি হাইড্রোলিক পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রড-সিমেন্ট বোঝাই পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে জলাবদ্ধ একটি ডোবায় পড়ে যায়। পরে পানিতে ডুবে চালক মামুনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
লক্ষীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কমকর্তা মো. মফিজুর রহমান বলেন, আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বরিশাল : বরিশাল সদর উপজেলার বন্দর থানা এলাকার বরিশাল- ভোলা মহাসড়কে গতকাল শনিবার বেলা বারোটার দিকে ইট বোঝাই ট্রলির ধাক্কায় সুলতান হাওলাদার (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন। নিহত সুলতান হাওলাদার স্থানীয় বিশারদ গ্রামের বাসিন্দা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেয়ের বাড়ি যাওয়া হলো না
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ