মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমানোর একটি প্রস্তাব কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ অনুমোদন করেছে। ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে ট্রাম্পের একক ক্ষমতা খর্ব করতে এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানিয়েছে বিবিসি, সিএনএন। ট্রাম্পের ক্ষমতা কমাতে বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে উত্থাপিত প্রস্তাবের পক্ষে ২২৪ ভোট পড়ে। বিপক্ষে ভোট দেন ১৯৪ জন। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনী ব্যবহারে কংগ্রেসের অনুমোদন ছাড়া ট্রাম্প যাতে একক সিদ্ধান্ত নিতে না পারেন সে লক্ষ্যে ডেমোক্রেট সদস্যরা এ প্রস্তাব আনেন। বিষয়টি ভোটে দেওয়া হলে প্রতিনিধি পরিষদের বেশিরভাগ রিপাবলিকান সদস্য এর বিপক্ষে ভোট দেন। বিধি অনুযায়ী এ প্রস্তাব এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে যাবে। তবে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় এটি সেখানে পাস হবে না বলে ধারণা করা হচ্ছে। কিন্তু সিনেটে যদি তা পাস হয় তাহলে মার্কিন প্রেসিডেন্টের অনুমোদন ছাড়াই তার যুদ্ধ ক্ষমতা সীমিত করার এ প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যাবে। প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র
হামলায় ইরানের কুদস বাহিনীর কমান্ডার কাসেম সোলাইমানি
নিহত হন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।