Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

তাং জাতিগত দুই শতাধিক নাগরিক নিপীড়নের শিকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

শান রাজ্যের সাতটি তাং জাতিগত সংখ্যাগরিষ্ঠ টাউনশিপের দুই শতাধিক নগারিক নিপীড়নের মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। তাং উইমেন অর্গানাইজেশনের মুখপাত্র লুয়ে সেসাঙ্গা এই অভিযোগ করেছেন। তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে তারা নামতু আশ্রয় কেন্দ্রে রয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে তারা আশ্রয় নিয়েছে। তাং উইমেন অর্গানাইজেশনের মুখপাত্র লুয়ে সেসাঙ্গা এই অভিযোগ করেছেন। সংস্থাটি জানায় যে, মিয়ানমার সেনাবাহিনী বেসামরিক এলাকা লক্ষ্য করে কামানের গোলা বর্ষণ করছে। ভ‚মি মাইনে অনেক বেসামরিক লোকজন হতাহত হয়েছে। তারা অপহরণ, পণবন্দী, জোরপ‚র্বক ফরেস্ট গাইড বানানো, নির্যাতন, হত্যাকাÐের শিকার হচ্ছে। অনেকের বাড়িঘর লুটপাট করা হয়েছে। তবে ঘটনাস্থলে যাওয়ার সুযোগ না থাকায় সেনাবাহিনীর দ্বারা ধর্ষণের ঘটনাগুলোর বিস্তারিত লিপিবদ্ধ করা যায়নি বলে অধিকার গ্রæপটি জানিয়েছে। ওই এলাকায় যুদ্ধবিরতির জন্য মিত্রদের নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করছে তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ)। দ্য ইরাবতী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ