Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিশংসন প্রস্তাব যাচ্ছে সিনেটে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

আগামী সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিশংসনের অভিযোগ সিনেটে পাঠাবে প্রতিনিধি পরিষদ। ক্ষমতার অপব্যবহারসহ তিনটি অভিযোগে তার বিরুদ্ধে এই অভিশংসন প্রক্রিয়া নিয়ে বেশ খানিকটা সময় ক্ষেপণ শেষে শুক্রবার এমন ঘোষণা দিয়েছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। কি প্রক্রিয়ায় এই অভিশংসন হবে তা নিয়ে তিনি সিনেটে সংখ্যাগরিষ্ঠ নেতা মিশ ম্যাকলের সঙ্গে ‘ইঁদুর-বিড়াল গেম’ খেলছিলেন। ডেমোক্রেটদের দাবি, এই প্রক্রিয়ায় নতুন সাক্ষী এবং তথ্যপ্রমাণ যুক্ত করার জন্য। প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে চাপ দিচ্ছিলেন বলে যে অভিযোগ আছে, তা নিয়ে আরো তথ্যপ্রমাণ যুক্ত করার দাবি করছে ডেমোক্রেটরা। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, কিন্তু এ সপ্তাহে এমন দাবির মুখে দরজা বন্ধ করে দিয়েছেন ম্যাকনেল। তিনি বলেছেন, ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন সহ বাড়তি কোনো সাক্ষীর সাক্ষ্য ছাড়াই এই অভিশংসন প্রক্রিয়া শুরু করতে রিপাবলিকানদের যথেষ্ট ভোট রয়েছে। এরপরই ন্যান্সি পেলোসি ওই ঘোষণা দিয়েছেন। ডেমোক্রেটরা চেষ্টা করছেন আরো কিছু উদারপন্থি রিপাবলিকান সিনেটরকে তাদের পক্ষে টানার, যাতে তারা আরো সাক্ষীর পক্ষে কথা বলতে পরেন। এমন একজন উদার সিনেটর মেইনে’র সুসান কলিনস তার বাসা থেকে সাংবাদিকদের বলেছেন, তিনি এবং রিপাবলিকানদের ছোট একটি গ্রæপ আরো সাক্ষীর পক্ষে অবস্থান নিতে কাজ করছেন। কিন্তু যত যা-ই হোক না কেন, সিনেটে ট্রাম্প অভিশংসিত হবেন না বলেই মনে করেন বেশির ভাগ বিশ্লেষক। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তার আগেই প্রেসিডেন্টকে অভিশংসন থেকে রক্ষা করতে পারে সিনেট এবং একই সঙ্গে নির্বাচনী উত্তাপকে আরো বাড়িয়ে তুলতে পারে। কারণ, এখনও কোনো রিপাবলিকান সিনেটর ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার পক্ষে মৌলিক সম্মতি দেন নি। তাকে অভিশংসিত করে ক্ষমতাচ্যুত করতে হলে সিনেটে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোট প্রয়োজন। এমন অবস্থায় প্রতিনিধি পরিষদের সদস্যদের কাছে শুক্রবার একটি চিঠি পাঠিয়েছেন এর স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি এতে বলেছেন, আগামী সপ্তাহে অভিশংসনের জন্য প্রতিনিধি পরিষদের ‘ম্যানেজার’ নিয়োগ করা হতে পারে। একই সঙ্গে অভিশংসনের প্রস্তাব সিনেটে পাঠানো হবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ