মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ওড়িশার সুরাটে এক নরপিশাচ পিতাকে মৃত্যুদÐ দিয়েছে আদালত। তার বিরুদ্ধে নিজের মেয়েকে ধর্ষণ শেষে হত্যার অভিযোগ রয়েছে। এ অভিযোগে ৪০ বছর বয়সী পিতা নামের ওই নরপিশাচকে শুক্রবার মৃতুদÐ দেন বিচারক পিএস কালা। বলা হয়, এটি একটি বিরল মামলা। এ জন্য ওই ব্যক্তির কঠোর শাস্তি হওয়া প্রয়োজন, যাতে তা সমাজে একটি উদাহরণ হয়ে থাকে। অভিযুক্ত ওই ব্যক্তি একটি পাওয়ারলুমের ৪০ বছর বয়সী শ্রমিক। তার প্রথম স্ত্রীর গর্ভে জন্ম নেয়া মেয়ের বয়স ১২ বছর। তাকে ধর্ষণ করে সে। এতে অন্তঃসত্ত¡া হয়ে পড়ে ওই বালিকা। এ জন্য ২০১৭ সালে তাকে শ্বাসরোধ করে হত্যা করে সে। এ খবর দিয়ে অনলাইন টাইমস অব ইন্ডিয়া বলছে, প্রতিবেশী ও অন্যরা তার সম্পর্কে জানতে চাইলে সে বলে, সে ক্যান্সারে আক্রান্ত। হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। তবে কোন হাসপাতালে সে সম্পর্কে তাদের জানাতে অস্বীকৃতি জানায় তাদের। আদালত বলেছে, এতে তার মনের ভিতরকার অপরাধ প্রকাশ পায়। ওদিকে ওই নরপিশাচ থানায় গিয়ে মেয়ে নিখোঁজের একটি অভিযোগ করে। এক পর্যায়ে ২০১৭ সালের ৩০ শে জুন ‘দুমাস’ পুলিশ দুমাস লাল তালাভের রামজি ফার্মের পাশে একটি সড়কের পাশ থেকে উদ্ধার করে একটি মেয়ের লাশ। ময়না তদন্ত করা হয়। তাতে দেখা যায়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ অবস্থায় পুলিশ একটি হত্যা মামলা করে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।