Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অদল-বদল করে নিন : বিক্রম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

উত্তরপ্রদেশের খাতোলী কেন্দ্রের বিজেপি বিধায়ক বিক্রম সাইনি শুক্রবার বলেন, পাকিস্তানেরও উচিত ভারতের মতো সংশোধিত নাগরিকত্ব আইন চালু করা এবং ভারতে নির্যাতিত মুসলিমদের পাকিস্তানের নাগরিকত্ব দেওয়া। আপনারা অদল-বদল করে নিন। পাকিস্তানে যারা নিপীড়নের শিকার হয়েছে তাদের ভারতে চলে আসা উচিত, আর ভারতে যারা নিপীড়নের শিকার হয়েছে তাদের পাকিস্থানে যাওয়া উচিত। তাদেরকে কে বাধা দিচ্ছে? গত ১১ ডিসেম্বর ভারতের সংসদে পাস হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)। এরপর শুক্রবার দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, এই দিন থেকেই দেশজুড়ে এই আইন কার্যকর করা হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে নিপীড়নের শিকার হয়ে আসা সেদেশের সংখ্যালঘুরা (হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, শিখ, জৈন) ভারতীয় নাগরিকত্ব পাবেন। যদিও এই আইনের প্রতিবাদ জানিয়ে গত প্রায় একমাস যাবত ভারতজুড়ে বিক্ষোভ প্রতিবাদ দেখিয়ে আসছে বিরোধীরা। এবিপি, টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ