মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দ্রুতই পরমাণু অস্ত্র অর্জন করতে যাচ্ছে ইরান। আগামী এক থেকে দুই বছরের মধ্যেই পরমাণু অস্ত্র অর্জন করবে দেশটি। এমন আশঙ্কা প্রকাশ করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লে দ্রিয়ান। শুক্রবার জার্মান রেডিও আরটিএল-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন আশঙ্কার কথা জানান তিনি। জ্যঁ-ইভস লে দ্রিয়ান বলেন, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ শক্তিধর দেশগুলোর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেলে মাত্র এক থেকে দুই বছরের মধ্যেই ইরান পরমাণু অস্ত্র অর্জন পারবে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান যদি চুক্তিটি থেকে সরে যাওয়া অব্যাহত রাখে, তবে অল্প সময়ের মধ্যেই দেশটি পরমাণু অস্ত্র অর্জনে সক্ষম হবে। কিন্তু এটা কোনও প্রত্যাশিত সমাধান হতে পারে না। এদিকে এদিনই ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে এ নিষেধাজ্ঞা জারি করেছেন। ১০ জানুয়ারি শুক্রবার ওই আদেশের অনুলিপি প্রকাশ করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভ মিউচিন। তিনি বলেন, ইরাকে মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার ফলেই তেহরানের ওপর নতুন করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে ম‚লত ইরানের শিল্পখাতকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। দেশটির নির্মাণ, বস্ত্র, খনি, ইস্পাত ও লোহা শিল্পের মতো খাতগুলো নিষেধাজ্ঞার আওতায় পড়বে। ইরানের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকেও নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। হোয়াইট হাউসের দাবি, ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ওই কর্মকর্তারা জড়িত ছিলেন।দুনিয়াজুড়ে তেহরানের সন্ত্রাসী কর্মকান্ডের লাগাম টেনে ধরতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী। আল-জাজিরা, সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।