Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাবুশেনকে বিশ্বসেরা বললেন মার্ক ওয়াহ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২০, ৬:৫৯ পিএম

আইসিসি র‌্যাঙ্কিংয়ে টেস্টে বিশ্বের এক নম্বরে থাকা বিরাট কোহলি কিংবা স্টিভেন স্মিথ নন। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার মার্ক ওয়াহর মতে, এখন টেস্টে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হলেন মারনাস লাবুশেন। ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে অভিষেক ঘটে লাবুশেনের। গত বছর টেস্টে অসাধারণ ফর্মে ছিলেন এই অজি। এই গ্রীষ্মে ঘরের মাঠে পাঁচ টেস্টে ৮৯৬ রান করেছিলেন। এই মুহূর্তে আইসিসি টেস্ট ব্যাটসম্যানের র‌্যাঙ্কিংয়ে কোহলি-স্মিথের পরে তিন নম্বরে রয়েছেন ২৫ বছর বয়সী এ ডানহাতি।

মার্ক ওয়াহ বলেছেন, ‘বিশ্ব ক্রিকেটে ঐ সম্ভবত এখন সেরা ব্যাটসম্যান। বিশেষ করে টেস্ট ফরম্যাটে। তবে আমার মনে হয় এই ফর্ম ও সাদা বলের ফরম্যাটেও ধরে রাখতে পারবে। ব্যাটিং অর্ডারে ওর প্রথম চারের মধ্যে ব্যাট করতে নামা উচিত।’

১৪ জানুয়ারি ভারতের বিপক্ষে ৫০ ওভারের ফরম্যাটে অভিষেক ঘটছে লাবুশেনের। সাবেক অজি নির্বাচক বলেছেন, ‘ফিঞ্চ, ওয়ার্নার ওপেন করবে। স্টিভ স্মিথ নামুক তিনে। আর লাবুশেইনি চারে। ও স্পিন ভালো খেলে। সুইপ মারায় দক্ষতা রয়েছে। তাই আদর্শগতভাবে চার নম্বরে ওই ঠিকঠাক।’

তবে ভারতীয় স্পিনাররা তিন ম্যাচে ওয়ানডে সিরিজে লাবুশেইনিকে কড়া পরীক্ষায় ফেলবেন বলেই মনে করছেন মার্ক ওয়াহ। তিনি বলেছেন, ‘কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজারা চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে ওকে। তবে ও ফর্মে রয়েছে। আর সেটাই আমাদের চাই। আমার মনে হয় ভালোই খেলবে লাবুশেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ