Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় দিনেও ইজতেমায় লাখো মানুষের ঢল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২০, ১২:০০ পিএম

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ। টঙ্গীর তুরাগ তীরে গতকাল তাবলিগ জামাতের এই আয়োজন শুরু হয়। গতকাল শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় তিনদিনব্যাপী ইজতেমা। লাখো মুসল্লি আদায় করেন জুমার নামাজ। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুরু হবে ১৭ই জানুয়ারি।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে ইজতেমা মাঠে জড়ো হতে শুরু করেন মুসল্লিরা। রাতেই ভরে যায় ইজতেমা ময়দান। প্রথম পর্বে অংশ নিচ্ছেন মাওলানা সাদবিরোধী হিসেবে পরিচিত মাওলানা জুবায়েরের অনুসারীরা।

শুক্রবার ফজরের পর শুরু হয় আম বয়ান। জুমার নামাজে অংশ নিতে ঢল নামে তুরাগ তীরে। মাওলানা জুবায়েরপন্থীরা ইজতেমা পালন করবেন ১০, ১১ ও ১২ই জানুয়ারি। ১২ই জানুয়ারি হবে আখেরি মোনাজাত।

উল্লেখ্য, চার দিন বিরতি দিয়ে সাদ অনুসারীরা ইজতেমা শুরু করবেন ১৭ই জানুয়ারি। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৯শে জানুয়ারি শেষ হবে এবারের ৫৫তম বিশ্ব ইজতেমা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইজতেমা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ