Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমতলীতে অগ্নিকান্ডে ৫ দোকান ভস্মীভূত

আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার সময় আমতলী পৌর শহরের সরকারি কলেজের গেটের পূর্ব পাশে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান ভম্মীভ‚ত হয়েছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার সময় শহিদুল ইসলামের জুতার দোকান থেকে অগ্নিকান্ডে সূত্রপাত হয়। এরপরে প্রবীর কুমার সরকারের ডেন্টাল ক্লিনিক, মন্টুর বাটার জুতার দোকান ও জুয়েল টেলিকমে দ্রæত আগুন ছড়িয়ে পড়ে এবং উত্তর পাশে বৃন্দ্রার বইয়ের দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়। ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় জনগণ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার বলেন, অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। এলাকাবাসীর ধারণা সিগারেটের আগুনে এই অগ্নিকান্ড ঘটেছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান, আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ