Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপহৃত শিশু উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

রাজধানীর ভাটারা থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় এ তথ্য জানান, র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল শাফী উল্লাহ বুলবুল। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম রানা মিয়া (৩০)।
এর আগে গত ৭ জানুয়ারি দুপুরে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন এরশাদ নগর ২৫ নং বøকের ১৭৭ নম্বর বাড়ি থেকে আশরাফুল নামের এক শিশুকে অপহরণ করেন রানা মিয়া ও তার অজ্ঞাতনামা সহযোগীরা। পরে মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের নিকট মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করে অন্যথায় ভিকটিমকে মেরে ফেলবে বলে জানায়।

এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল রাজধানী ঢাকার ভাটারা থানাধীন নদ্দা বাসস্ট্যান্ড সংলগ্ন হারেজ গলি থেকে রানা মিয়াকে গ্রেফতার করে। এ সময় ভিকটিমকেও উদ্ধার করা হয়। র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল শাফী উল্লাহ বুলবুল জানান, পারিবারিক বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে শিশুকে অপহরণ করা হয়েছিল।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ