Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপহরণ করে চাঁদা দাবির ঘটনায় আটক ২

প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা

গাইবান্ধায় ব্যবসায়ীকে অপরহরণ করে চাঁদা দাবির ঘটনায় পুলিশ অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার এবং মাদক বিক্রেতা চিহ্নিত সন্ত্রাসী রছি ও তার সহযোগী আব্দুল মাজেদকে আটক করে। এ সময় রচিকে ভ্রাম্যমাণ আদালতে এক বছর ও মাজেদকে ৭ দিনের কারাদ- দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ৮টি মামলার আসামি ও মাদক বিক্রেতা রছি ও তার সহযোগী আব্দুল মাজেদ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার খোদ্দকোমরপুর গ্রামের ডা: জোবারের ছোট ভাই সুলতান আহম্মেদ জলিলকে কৌশলে অপহরণ করে শহরের পলাশপাড়ায় নিয়ে এসে জলিলের পরিবারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। সোমবার রাতে চোখ বাঁধা অবস্থায় জলিলকে অন্যত্র নেয়ার সময় চিৎকার দিলে স্থানীয়রা রছিকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর মাধ্যমে রছিকে এক বছর ও আব্দুল মাজেদকে ৭ দিনের কারাদ- প্রদান করে। উল্লেখ্য, গাইবান্ধা সদর থানা ও ডিবি পুলিশ গত ৭ দিনে ১২টি মাদক মামলায় ১৩ জনকে আটক এবং ১ হাজার ৩শ’ পিস ইয়াবা ৭শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপহরণ করে চাঁদা দাবির ঘটনায় আটক ২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ