Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুজিববর্ষের ক্ষণগণনায় শিবগঞ্জে আ.লীগের দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া

শিবগঞ্জ (চাঁপাইনবাবঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২০, ৮:৪৫ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী-মুজিববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত শুক্রবার সন্ধ্যা ৫টার দিকে শিবগঞ্জে ক্ষণগণনা শুভ উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন সময়ে আওয়ামী লীগের দুটি গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় উদ্বোধনী অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। এর আগে স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিনের আহমেদ শিমুলের উদ্বোধনী বক্তব্য শুরু হলে প্রতিপক্ষরা শ্লোগান দিতে থাকে। এতে সংসদ সদস্যের বক্তব্য চরমভাবে ব্যাঘাত সৃষ্টি হয়। পরে শিবগঞ্জ থানা পুলিশ পরিবেশ শান্ত করার লক্ষে প্রথমে অনুরোধ জানায় তাদের। এতে প্রতিপক্ষরা পুলিশের অনুরোধকে উপেক্ষা করে বিশৃংখলা সৃষ্টি করে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ। এতে লাঠিচার্জ-ইটপাটকেল ও চেয়ার ছোড়া ছুড়িতে উভয় পক্ষের ১০-১২ জন আহত হয় বলে জানা গেছে। এদিকে মঞ্চের সামনে থাকা শতাধিক চেয়ার ভাঙচুর করে তারা। এক পর্যায়ে পুলিশ সদস্যরা বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে লাঠিচার্জ করে এবং পরে রাবার বুলেট ছুড়তে বাধ্য হয়। এছাড়াও উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যানকে নিরাপত্তার জন্য পুলিশ উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে নিয়ে যান। সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ছোটখাটো গন্ডগোল হওয়ায় আলোচনা সভা বন্ধ হয়ে যায়। অন্যদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আলোচনা সভার স্থানটি ছোট হওয়ায় কারণে লোকজনের স্থান সংকুলান না হওয়ায় সামান্য বিশৃংখলা সৃষ্টি হয়। এতে কয়েকজন আহত হবার কথা শুনেছেন। এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠিচার্জ ও পরে রাবার বুলেট ছুড়তে বাধ্য হয় পুলিশ। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেননি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান। এর আগে শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী-মুজিববর্ষ উদযাপন ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের উদ্যোগে শিবগঞ্জ কারবালা মোড় থেকে একটি গণর‌্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিনের আহমেদ শিমুল। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক রফিকুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগসহ এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা র‌্যালিতে অংশ নেয়। এছাড়াও উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ