Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুয়ার টাকা না দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরে জুয়ার টাকা না দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ৮টার সময় উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত আমেনা ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চররাঘবপুর গ্রামের আজাহারুল ইসলামের স্ত্রী। ঘটনার পরপরই পাষন্ড স্বামী আজাহারুল ইসলাম পলাতক রয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় জৈনা বাজার এলাকার আর.এ.কে. সিরামিক্সের ডে-লেবার ও স্থানীয় আতিকুর রহমানের ভাড়াটিয়া আমেনা খাতুন (৩৬) গত সোমবার ঈদ বোনাসসহ বেতন নিয়ে বাড়ীতে যাওয়ার পর জুয়ারী স্বামী আজাহারুল ইসলাম টাকা দেয়ার জন্য চাপ সৃষ্টি করে। টাকা না দেয়ায় স্ত্রী আমেনা খাতুনকে বেধড়ক লাঠি পেটা ও দা দিয়ে কোপাতে থাকলে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয় একটি ক্লিনিকে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তদন্তকারী কর্মকর্তা এস.আই আ: ছাত্তার জানান, নিহতের পরিবারের লোকজন থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জুয়ার টাকা না দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ