Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘পাকিস্তান এই মূহূর্তে বিশ্বের অন্যতম নিরাপদ জায়গা’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২০, ৪:২৬ পিএম

নাটকীয়তা বেড়েই চলেছে। বাংলাদেশের পাকিস্তান সফর আদৌ হচ্ছে কিনা সেটা নিয়েই তৈরি হয়েছে ধুম্রজাল। বিসিবি-পিসিবি দফায় দফায় প্রস্তাব, পাল্টা প্রস্তাবে ব্যস্ত সময় কাটছে বোর্ড কর্তাদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন গতকাল (বৃহস্পতিবার) চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে পাকিস্তান সফরের ব্যাপারে।

তবে বৃহস্পতিবার কোনো সিদ্ধান্ত আসেনি বরং আরও সময় চেয়েছে বিসিবি। রোববারের (১২ জানুয়ারি) বোর্ড সভাতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জানানো হয়েছে সাংবাদিকদের। এ দিকে, বাংলাদেশ-পাকিস্তান সফর নিয়ে এখন সরব ক্রিকেটাঙ্গন। তার সঙ্গে সুর মিলিয়ে ক্রিকেটের জন্য পাকিস্তানকে নিরাপদ বললেন বাংলাদেশে অবস্থানরত চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্যারিবীয় ওপেনার ক্রিস গেইল। বঙ্গবন্ধু বিপিএল খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন গেইল। বিশ্বের নানা প্রান্তে ২২ গজ মাতানো এই ব্যাটসম্যানের মতে সঠিক নিরাপত্তা দিলে ক্রিকেটের জন্য পাকিস্তান নিরাপদ।

ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি বলেন, ‘পাকিস্তান এই মূহূর্তে বিশ্বের অন্যতম নিরাপদ জায়গা। তারা দাবি করছে, আপনাকে প্রেসিডেন্ট পর্যায়ের নিরাপত্তা দেবে। স্বাভাবিকভাবেই আপনি সেখানে খুব নিরাপদেই থাকবেন। আমি বলতে চাইছি যে, বাংলাদেশেও আমরা যেমনটা নিরাপদে রয়েছি।’

এই সফর নিয়ে পাল্টা-পাল্টি যুক্তি-তর্ক দেখাচ্ছে দুই দেশের ক্রিকেট বোর্ড। নিরাপত্তা ইস্যু নিয়েই আপত্তি বাংলাদেশের। পাকিস্তান বলছে, নিরাপত্তা নিয়ে কোনো ঝামেলা নেই দেশটিতে। কয়েকদিন আগে শ্রীলঙ্কা সীমিত ওভারের ক্রিকেট ও টেস্ট সিরিজ খেলে গেছে পাকিস্তানে। এই যুক্তি দাঁড় করিয়ে পিসিবি বলছে, শ্রীলঙ্কা আসতে পারলে বাংলাদেশ কেন নয়?

বিসিবি থেকে জানানো হয়েছে, বাংলাদেশ যাবে, তবে কম সময়ের জন্য। টি-টুয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরবে বাংলাদেশ দল। টেস্ট সিরিজ আয়োজনের ব্যপারে নিরপেক্ষ ভেন্যুর দাবি করেছে বিসিবি। আর নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব নাকচ করে দিয়েছে পিসিবি। জানিয়ে দিয়েছে, নিরপেক্ষ ভেন্যুতে কোনো ম্যাচ নয়। এমনকি আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবগুলো ম্যাচই এবার অনুষ্ঠিত হবে পাকিস্তানে। সেখানে খেলোয়াড়দের ভিভিআইপি নিরাপত্তা দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ