Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২০, ১২:০৪ এএম

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে আগামীকাল (শনিবার) সারাদেশে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আমাদের সংবাদদাতারা জানিয়েছেন:
চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ৬ থেকে ৫৯ মাস বয়সী ৫ লাখ ৩০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে। সকাল ৯টায় নগরীর ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের টিএন্ডটি কলোনি বিদ্যালয়ে ক্যাম্পেইন উদ্বোধন করবেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
গতকাল (বৃহস্পতিবার) চসিক জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা. সেলিম আকতার বলেন, নগরীর ৪১ ওয়ার্ডের ১ হাজার ২৮৮টি কেন্দ্রে ৬-১১ মাসের ৮০ হাজার শিশুকে ১টি করে নীল রঙের এবং ১২-৫৯ মাসের শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন চলাকালে শিশুকে ৬ মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়ানোর বিষয়ে পুষ্টিবার্তা প্রচার করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ২০টির বেশি ভ্রাম্যমাণ টিম বাস, রেল, লঞ্চ স্টেশন, নগরের প্রবেশমুখ সিটি গেট, কর্ণফুলী শাহ আমানত সেতু, কালুরঘাট সেতু, অক্সিজেন মোড়ে ভাসমান শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, মেমন হাসপাতালের ইনচার্জ ডা. আশীষ কুমার মুখার্জি, ডা. মুইজ্জুল আকবর চৌধুরী, জনসংযোগ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ।
সিলেট : সিলেট নগরীতে ৬১ হাজার ৪১৭ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। শনিবার সকাল থেকে দিনভর নগর এলাকার ২৭টি ওয়ার্ডে ২৪৭টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের খাওয়াতে ৪৯৪ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন। বৃহস্পতিবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নগর ভবনে মতবিনিময় সভায় এ তথ্য জানান সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুর রহমান। তিনি বলেন, শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মধ্যে নীল রংয়ের ক্যাপসুল কানাডা থেকে আমদানিকৃত এবং লাল রংয়েরটি রেনেটার তৈরি। ক্যাপসুলগুলো গুণগত মানের দিক নিয়ে কোনো প্রশ্ন নেই। সিসিকের তথ্য মতে, নগরের ২৭টি ওয়ার্ডে ৫ লাখ ৭৩ হাজার ৬৩৪ জন সংখ্যার বিপরীতে ৯-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৬ হাজার ৩১০ জন। এরমধ্যে ১৬ জন প্রতিবন্ধী শিশু, বাকিরা স্বাভাবিক। ১২-৫৯ মাস বয়সী শিশু রয়েছে ৫৫ হাজার ১০৭ জন। এসব শিশুর মধ্যে ১০৪ জন প্রতিবন্দী। এদিন টিকাদান কার্যক্রম পরিদর্শন করবেন ৫৪ জন সুপারভাইজার। সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়কর রায় চৌধুরীর সভাপতিত্বে সভায় জানানো হয়, নগরের স্থায়ী টিকাদান কেন্দ্র একটি। নিয়মিত ৩৪টি, অস্থায়ী ১০১টি, অতিরিক্ত ৭৭ এবং ভ্রাম্যমাণ ৩৪টি টিকাদান কেন্দ্রে কর্মসূচি পালন করা হবে। ফরিদপুর জেলা সংবাদদাতা জানান : সারাদেশের মত ফরিদপুরে ৯ টি উপজেলায় ২ হাজার ৮৭ টি টিকা কেন্দ্রে ৩ লক্ষ ৩১ হাজার ৭শ’ ৪ জন শিশুকে নীল ও লাল রং এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফরিদপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা পুষ্টি কর্মকর্তা মাহফুজুর রহমান। সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
কমলনগর (লক্ষীপুর) : গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলার পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর ও নারী ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার রক্সি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজমুল হাসনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ তালুকদার, মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুছ, হাজিরহাট ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, চরফলকন ইউপি চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ, চরলরেন্স ইউপি চেয়ারম্যান আহসান উল্যাহ হিরন ও কমলনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউছুফ আলী মিঠু প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যাম্পেইন কাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ