বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুইডেনের খ্যাতিমান সাংস্কৃতিক দল ‘লান্ড ইন্টারন্যাশনাল ট্যাগোর কয়্যার’। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও সুইডিশ গান নিয়ে তারা চষে বেড়াচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। এ দলটি এসেছিল সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজ ক্যাম্পাসেও। পরিবেশন করেছে রবী ঠাকুরের ‘চন্ডালিকা’ গীতিনাট্য। একই সাথে সুইডিশ সংগীতের মুর্ছনায় শ্রোতাদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে তারা।
গতকাল কলেজের আব্দুল জব্বার জলিল অডিটোরিয়ামে আয়োজিত এ সংগীতানুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও রবীন্দ্র সংগীত ও ধামাইল গান পরিবেশন করেন। কলেজের প্রিন্সিপাল মো. শামছুল ইসলামের সভাপতিত্বে শুরুতে অতিথিদের পক্ষে বক্তব্য রাখেন কয়্যার লিডার বুবু মুনসী একল্যান্ড ও কয়্যার চেয়ারপার্সন লার্স একল্যান্ড। স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রাহেনা হক।
অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক শ্যামলী চক্রবর্তী ও পলাশ রঞ্জন দাস। সুইডিশ ‘লান্ড ইন্টারন্যাশনাল ট্যাগোর কয়্যার’ এর অন্য সদস্যরা হলেন স্টাফেন ব্যাংস্টন, শীলা মল্লিক, পিয়া হ্যামবার্গ, জোনাস ব্রেডফোর্ড, কারিন হোগার্ড, কারিন উল্লস্টাড, গুনিলা লেইজন।
উল্লেখ্য, সুইডিশ প্রতিনিধি দলটি দেশের বিভিন্ন প্রান্তে রবীন্দ্রসংগীত ও সুইডিশ সংগীত পরিবেশনার ধারাবাহিকতায় দক্ষিণ সুরমা সরকারি কলেজের প্রিন্সিপাল মো. শামছুল ইসলামের আমন্ত্রণে এ কলেজে তাদের পরিবেশনা নিয়ে আসে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর মশিউর রহমান আয়োজনটির সার্বিক সহযোগিতা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।