যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
নিউইয়র্ক সিটির ব্রংকস বরো প্রেসিডেন্ট রুবেন ডিয়াজ জুনিয়র আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী হয়েছেন । এ উপলক্ষ্যে সিটির ব্রংকসে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে এক ফান্ড রাইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে । গত ৭ জানুয়ারি সনধ্যায় নরথ ব্রংকসের বেইনব্রিজ এভিনিউ এর ঢাকা সুপার মার্কেটের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বাংলাদেশী কমিউনিটির উপস্থিতি ছিলো লক্ষণীয় । কমিউনিটি লিডার মোহাম্মদ এন মজুমদারের পরিচালনায়, এতে প্রধান অতিথি ছিলেন সিটি র্নিবাচনের মেয়র প্রার্থী রুবেন ডিয়াজ জুনিয়র । প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশের আলোচিত ব্যারিষ্টার সুমন । বক্তব্য রাখেন ও ফান্ড রাইজিংয়ে অংশ নেন, কংগ্রেস ওমেন প্রার্থী বদরুন খান মিতা, সাউথ এশিয়ান লিডার, ইউসুফ গুল, বিশিষ্ট সমাজ সেবক দলা মিয়া, হাসান আলী, কমিউনিটি বোর্ড মেম্বার মনজুর চৌধুরী জগলু, এসেনসিয়াল হোম কেয়ারের জালাল চৌধুরী, কমিউৃনিটি লিডার জাবেদ আহমদ, মাওলানা আশরাফ আহমদ, আহাদ আলী সিপিএ, রোকন হাকিম, মান্না মুনতাসির, ব্রংকস বাংলাদেশী এসোসিয়েশনের সভাপতি এম ইসলাম মামুন, রাশেদ মজুমদার, তানিম চৌধুরীসহ অনেকে । সভায় বাংলাদেশী আমেরিকানের পক্ষ থেকে ফডান্ কালেকশন করা হয় । এবং বাংলাদেশী কমিউনিটির বিশ্বস্থ বন্ধু রুবেন ডিয়াজ জুনিয়র নির্বাচনে সিটি মেয়রে জয়ী করে প্রবাসি বাংলাদেশী তথা মুসলমানদের সেবা করার সুযোগ দান করার উদাত্ত আহবান জানান ।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।