মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সেনাপ্রধান সোলেমানির হত্যার বদলা নিয়ে ইরাকে মার্কিন সেনার ব্যবহৃত ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। তেহরানের দাবি, হামলায় ৮০ মার্কিন জঙ্গি নিহত। যদিও হামলায় কোনও মার্কিন নাগরিকের ক্ষতি হয়নি বলে পালটা দাবি করেছে ওয়াশিংটন। দুই দেশের চরম সংঘাতের মধ্যেই ফের একবার হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেনেই। তিনি বলেন, এটা তো (মিসাইল হামলা) শুধু আমেরিকার গালে থাপ্পড় ছিল। বদলা এখনও বাকি রয়েছে। জাতির উদ্দেশে ভাষণে আমেরিকানদের মিথ্যুক আখ্যা দিয়ে দেশের সর্বোচ্চ নেতার অভিযোগ, জেনারেল কাসেম সোলেইমানিকে সন্ত্রাসবাদী তকমা দিতে চেয়েছিল ট্রাম্প। দেশের নাগরিকদের উদ্দেশে খামেনির পরামর্শ, আরও শক্তিশালী হয়ে উঠুন। যাতে শত্রæরা ক্ষতি করতে না পারে। আমেরিকা কিন্তু ইরানের সঙ্গে শত্রæতা মেটাবে না। খামেনী বলেন, এ অঞ্চলে কোনো ভাবেই আর যুক্তরাষ্ট্রের কাউকে দেখতে চাই না। তিনি এ সময় মার্কিন ড্রোন হামলায় নিহত কাসেম সোলাইমানিকে জাতীয় বীর হিসেবে আখ্যায়িত করেন। এ সময় খামেনী আরও বলেন, সোলাইমানির মৃত্যু মানেই বিপ্লব শেষ হয়ে যায়নি। খবরে বলা হয়, ইরাকের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবারের ‘আইন আল আসাদ’ মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে অন্তত ১৭টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এর কিছুক্ষণ পরই ইরবিলে দ্বিতীয় হামলার খবর দেওয়া হয়। একইসঙ্গে তেহরান হুঁশিয়ার করে বলে, মার্কিন বাহিনী পাল্টা হামলা চালালে কঠোর জবাব দেয়া হবে। এরপরই ইরাকে দুটি সেনাঘাঁটি আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। খুব শিগগিরই হামলার বিষয়ে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নেয়া হবে বলেও জানায় যুক্তরাষ্ট্র। ইরানি হামলার পরই জরুরি বৈঠকে বসে হোয়াইট হাউস। সেইসঙ্গে ইরাক, ইরান এবং পারস্য উপসাগরীয় এলাকায় বেসামরিক বিমান চলাচল বন্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ইন্ডিয়ান এক্সপ্রেস, রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।