Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুদ্ধবিরতি ও সংলাপের আহ্বান ইইউ’র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

মধ্যপ্রাচ্যে পরস্পরের উপর হামলা বন্ধ করে দ্রæত আলোচনার বসার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানকে আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন এক সংবাদ সম্মেলনে এ আহŸান জানান। মার্কিন হামলায় ইরানের কুদস বাহিনীর সাবেক প্রধান কাসেম সোলাইমানি নিহতের ঘটনায় প্রতিশোধ স্বরূপ ইরান মঙ্গলবার দিবাগত রাতে ইরাকে অবস্থিত মার্কিন ঘাটিতে মিসাইল হামলার প্রেক্ষিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট এই আহŸান জানিয়েছেন। বুধবার কমিশনের এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে উরসুলা বলেন, আলোচনার ক্ষেত্র তৈরি করতে হলে প্রথমেই পরস্পরের বিরুদ্ধে অস্ত্রের ব্যবহার বন্ধ করতে হবে। দুই দেশের মধ্যে আলোচনা পুনরায় শুরু করতে করণীয় সবকিছু করতেই প্রস্তুত আছেন বলে জানান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। সংবাদ সম্মেলনের পরই উরসুলা লন্ডনে রওনা হয়েছেন। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সাঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে জানান তিনি। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ইরাকে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন হামলায় নিহত হন ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানি। এরপর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের প্রথম ধাপ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে ইরাকে দুটি মার্কিন ঘাটিতে ডজন খানেক মিসাইল ছোঁড়ে ইরান। ইরান দাবি করেছে তাদের হামলায় অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ