Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

না জেনেই বন্য প্রাণীর গুহার দিকে যাচ্ছে দেশ : উ থিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

মিয়ানমারের সাবেক প্রেসিডেন্ট উ থিন সিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে দেশ ক্রমবর্ধমান হারে ভূখন্ডগত, বর্ণগত ও ধর্মগত হুমকির মুখে পড়ছে। তিনি আসন্ন সাধারণ নির্বাচনে দেশকে রক্ষা করতে পারবে, এমন প্রার্থীদের ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট রোববার বলেন, ২০২০ সালে মিয়ানমার অভ্যন্তরীণ ও বাইরের- উভয় হুমকির মুখে পড়বে। এর কারণ হলো গণতন্ত্র ও মানবাধিকারের অজুহাতে বহিরাগতরা আমাদের দেশকে গ্রাস করতে চাইতে পারে। মনে হচ্ছে, দেশটি না জেনেই বুন্য প্রাণীর গুহার দিকে যাচ্ছে। রাজধানী নেপিডোতে ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) সদরদফতরে তার সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাবেক এই জেনারেল ওই অনুষ্ঠানে বলেন, সবার জানা রয়েছে যে এই দেশকে রক্ষা করছে যে সামরিক বাহিনী, তাকেই দুর্বল করা হচ্ছে। তিনি বলেন, এখন সময় এসেছে বর্ণ, ধর্ম ও সামরিক বাহিনীকে রক্ষা করার। সামরিক বাহিনী বিরামহীনভাবে জাতীয় দায়িত্ব পালন করে যাচ্ছে। সামরিক-সমর্থিত ইউএসডিপির চেয়ারম্যান ইউ থিন সিন ২০১০ সালের ত্রুটিপ‚র্ণ নির্বাচনের পর ২০১১ সালে দায়িত্ব গ্রহণ করেন। ওই নির্বাচনে ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি ও আরো কয়েকটি জাতিগত রাজনৈতিক দল অংশ নেয়নি। তিনি ২০১৬ সালের মার্চ পর্যন্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর তিনি ইউএসডিপির প্র্রধানের পদ থেকে পদত্যাগ করেন। সাবেক প্রেসিডেন্ট বলেন, ২০১৯ সালটি পরিপ‚র্ণ ছিল সশস্ত্র সঙ্ঘাত, সহিংসতা, হত্যাকান্ড, অপহরণ, ধর্ষণ, চুরি, ডাকাতির মতো খারাপ বিষয়ে। কিন্তু ২০২০ সালে দেশ বর্ণ ও ধর্ম এবং ভূখন্ড হারানোর হুমকিতে পড়বে। দি ইরাবতী, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ