Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাল্টা আঘাত হলে ইসরাইলে হামলা চালাবে হিজবুল্লাহ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ইরাকে দুই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর এবার খোদ যুক্তরাষ্ট্রের মাটিতে হামলার হুমকি দিয়েছে ইরান। ৮ জানুয়ারিতে ভোরে ঘাঁটিতে হামলার কিছু সময় পরই এমন হুমকি দেয় ইরানের সেনাবাহিনী। ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ডস ফোর্স (আইজিআরসি) নামে পরিচিত ইরানি বাহিনীর টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, তারা ইরানি আঘাতের পাল্টা জবাব দেবে। এবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই আমাদের প্রতিক্রিয়া জানানোর সময় এসেছে। এদিকে ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অ্যাসল্ট রাইফেল হাতে হোয়াইট হাউসের কাছে চেক পয়েন্টে সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের উপস্থিত দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সিক্রেটে সার্ভিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, যে কোনও হুমকি মোকাবিলায় প্রতিনিয়ত পর্যালোচনা করা হয়। হামলার পর হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। এদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হুঁশিয়ারি জানিয়ে বলেছে, ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলায় যদি যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত করে তাহলে তারা ইসরাইলে হামলা চালাবে। ইরানের বার্তা সংস্থা তাসনিম এখবর জানিয়েছে। বুধবার ভোররাতে ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে এই হামলার কথা বলেছে। যুক্তরাষ্ট্রও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদে ইরানের কুদস ফোর্সের প্রধান ও প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার জের ধরে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনার গত কয়েকদিন ধরে চ‚ড়ান্ত অবস্থায় রয়েছে। সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে বুধবার ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালালো ইরান। ইরান সমর্থিত ও শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের সঙ্গে কয়েকটি যুদ্ধে জড়িয়েছে। এর মধ্যে ২০০৬ সালে টানা ৩৩ দিনের যুদ্ধে লেবাননে ১ হাজার ২০০ জন নিহত হন। নিহতদের বেশিরভাগই ছিলেন বেসামরিক। ইসরাইলের নিহত হয়েছিলেন ১৬০ জন। এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেন, ইরাকে মার্কিন স্থাপনায় হামলার বিষয়ে আমরা অবগত আছি। প্রেসিডেন্টকে জানানো হয়েছে এবং জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে তিনি বিষয়টি নিবিড়ভাবে পর্যালোচনা করছেন ও পরামর্শ দিচ্ছেন। সিএনএন, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ