Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজই কি মাশরাফির শেষ!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ৮:২৬ পিএম

আগামী মাসেই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী মার্চে বাংলাদেশ সফরে আসার কথা ছিলো জিম্বাবুয়ের। কিন্তু মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় দু’টি প্রীতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এজন্যই সিরিজটি এগিয়ে আনার পরিকল্পনা করছে বিসিবি। এতে আলোচনায় চলে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ঐ সিরিজ দিয়েই কি আন্তর্জাতিক ক্যারিয়ারকে ইতি টানবেন মাশরাফি! তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, অবসরের সিদ্বান্ত মাশরাফি নিজেই নিবেন।

এবারের বাংলাদেশ সফরে একটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সূচি রয়েছে জিম্বাবুয়ের। তবে মাশরাফির জন্য ঐ সিরিজে দু’টি ওয়ানডে রাখার পরিকল্পনা রয়েছে।

গেল মে’তে ইংল্যান্ড এন্ড ওয়েলসে ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ ওয়ানডে খেলেছেন অধিনায়ক মাশরাফি। এরপর শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য প্রস্তুত ছিলেন ম্যাশ। কিন্তু শেষ মুহূর্তে ইনজুরিতে পড়ে সিরিজ থেকে ছিটকে পড়েন। তবে বিশ্বকাপেই অবসর নেয়ার কথা ছিলো মাশরাফির। কিন্তু বিসিবি বস নাজমুল হাসান পাপন বলেছিলেন, দেশের মাটিতেই অবসর নেবেন মাশরাফি। প্রয়োজন হলে তার জন্য বিশেষ ওয়ানডে আয়োজন করা হবে।

২০০৯ সালে সর্বশেষ টেস্ট খেলেন মাশরাফি। ইতোমধ্যে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে শুধুমাত্র ওয়ানডে খেলছেন ম্যাশ।

বিশ্বকাপের পর দেশের মাটিতে কোন আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেনি বাংলাদেশ। তবে শ্রীলংকার মাটিতে তিন ম্যাচের সিরিজ খেলেছে টাইগাররা। ঐ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো বাংলাদেশ।

তবে অফিসিয়ালি মাশরাফির অবসর নিয়ে কিছু বলেনি বিসিবি। মাশরাফির ব্যাপারে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘মাশরাফির অবসর নিয়ে আমরা কোন সিদ্বান্ত নিতে পারি না। এমন সিদ্বান্ত তার নিজেরই নেয়া উচিত এবং আমাদের কাছ থেকে জাকজমকপূর্ণ বিদায় তার প্রাপ্য।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ