প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এই সপ্তাহে বলিউডের তিনটি ফিল্ম মুক্তি পাচ্ছে। এর মধ্যে ‘তানাজি : দি আনসাং ওয়ারিয়র’ এবং ‘ছাপাক’ এই বছরের উল্লেখযোগ্য দুটি ফিল্ম। এছাড়া আজ মুক্তি পাবে ‘দরবার’। পিরিয়ড অ্যাকশন-ড্রামা ‘তানাজি : দি আনসাং ওয়ারিয়র’ মুক্তি পাবে টি-সিরিজ সুপার ক্যাসেটস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং অজয় দেবগন ফিল্মসের ব্যানারে। প্রযোজনা করেছেন ভূষণ কুমার কৃষণ কুমার এবং অজয় দেবগন। ওম রাউতের পরিচালনায় অভিনয় করেছেন অজয় দেবগন, সাইফ আলি খান, অজয়, কাজল, ল্যুক কেনি, শারদ কেলকার, পদ্মাবতী রাও, জগপতি বাবু, পঙ্কজ ত্রিপাঠী এবং নেহা শর্মা। গোগবালে, অতুল গোগবালে এবং সাচেত-পরম্পরা সঙ্গীত পরিচালনা করেছেন। ফক্স স্টার স্টুডিওসের ব্যানারে মুক্তি পাবে ‘ছাপাক’। বায়োগ্রাফিকাল ড্রামাটি প্রযোজনা করেছেন দীপিকা পাডুকোন, গোবিন্দ সান্ধু এবং মেঘনা গুলজার। মেঘনা গুলজারের পরিচালনায় অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, মধুরজিত সার্গি এবং রোহিত সুখোয়ামি। বিক্রান্ত মাস্সি, সঙ্গীত পরিচালনা করেছেন শঙ্কর মহাদেবন, এহসান নুরানি এবং লয় মেনডোনসা। হিন্দিতে ডাব করা তামিল ফিল্ম ‘দরবার’ মুক্তি পাবে লাইকা প্রডাকশন্সের ব্যানারে। অ্যাকশন ফিল্মটি প্রযোজনা করেছেন আল্লিরাজা সুভাসকরন। এ. আর. মুরুগাদোসের পরিচালনায় অভিনয় করেছেন রজনীকান্ত, সুনীল শেট্টি, নয়নতারা, প্রতীক বাব্বর, যতিন সরনা, নওয়াব শাহ, দালিপ তাহিল এবং যোগি বাবু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।