Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোর্ডের বিপরীত অবস্থানে ডু প্লেসিস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ৭:১২ পিএম

আইসিসির পরিকল্পনায় থাকা চারদিনের টেস্টের পক্ষে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) মত দিয়েছে। তবে বিপরীত অবস্থানে দেশটির অধিনায়ক ফাফ ডু প্লেসিস। পাঁচ দিনের টেস্টই চান প্রোটিয়া অধিনায়ক। তার মতে, শেষ দিনে রঙ ছড়ায় টেস্ট ম্যাচ। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত কেপ টাউন টেস্টটিও পঞ্চম দিনে রোমাঞ্চ ছড়িয়েছে।

যদিও ম্যাচটি ১৮৯ রানে হেরেছে স্বাগতিকরা। তবে শেষদিনে উত্তেজনা ছড়ানো আরেকটি টেস্ট ম্যাচের সাক্ষী হয়েছেন প্রোটিয়া অধিনায়ক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি পাঁচ দিনের টেস্ট ক্রিকেটের ভক্ত। আমি মানছি যে, পাঁচ দিনের টেস্টের জন্য অনেক টাকা নষ্ট হয়, কারণ সব টেস্ট পাঁচ দিনে গড়ায় না। পাঁচ দিনে যাবে কিনা মানুষ দ্বিধাদ্বন্দ্বে থাকে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এখনও পাঁচ দিনের টেস্টই চাই। কারণ আমি নিজেও অনেকগুলো ড্র ম্যাচের সাক্ষী, যেগুলো পঞ্চম দিনে গড়িয়েছে।’

চার দিনের টেস্টকে সমর্থন করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলেছিল, ‘ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আনুষ্ঠানিকভাবে আইসিসির চার দিনের টেস্টের পরিকল্পনাকে সমর্থন দিচ্ছে। প্রকৃতপক্ষে, কয়েক বছর আগে আমরাই প্রথম আনুষ্ঠানিকভাবে চার দিনের টেস্ট শুরু করেছিলাম জিম্বাবুয়ের বিপক্ষে।’

এখন পর্যন্ত চারটি দল চার দিনের টেস্টের স্বাদ নিয়েছে। ২০১৭ সালে প্রথমবারের মতো চারদিনের টেস্ট খেলে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে। এরপর ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে চারদিনের টেস্ট খেলে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার আগে আইসিসির চার দিনের টেস্টের পরিকল্পনাকে সমর্থন করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ