Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রিয়াল-ম্যানইউ নিয়ে এ কি বললেন গার্দিওলা!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ৬:৫৩ পিএম

সম্প্রতি ম্যানসিটি ছেড়ে গেলে কোথায় যোগ দেবেন? রিয়াল মাদ্রিদ নাকি ম্যানইউ? এমন প্রশ্নে খুব ভালোভাবেই উত্তর দিলেন পেপ গার্দিওলা। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, ম্যানসিটি ছাড়লে প্রয়োজনে গলফ খেলবো কিংবা মালদ্বীপে গিয়ে তাদের কোচ হবো। কিন্তু কখনো ম্যানইউ কিংবা রিয়াল মাদ্রিদের কোচ হবো না।’

সম্প্রতি এমনই বিস্ময়কর ইচ্ছের কথা জানিয়ে দিয়েছেন ম্যানসিটি কোচ গার্দিওলা। খেলোয়াড়ী জীবনে তিনি ছিলেন বার্সেলোনার খেলোয়াড়। এরপর কোচ ছিলেন সেই বার্সারই। তারই অধীনে আজকের মেসি গড়ে উঠেছে। বার্সার জয় নিশান দিগ্বিদিগ ছড়িয়ে পড়েছে। সেই গার্দিওলা যখন বার্সেলোনার কোচ ছিলেন, তখন তার প্রধান প্রতিপক্ষ ছিলো রিয়াল মাদ্রিদ। আবার বার্সা ছেড়ে বায়ার্ন মিউনিখ, এরপর তিনি থিতু হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিতে। সেখানেই রয়েছেন গত কয়েকবছর ধরে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ