Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষিদ্ধ হলেন নাইট রাইডার্সের অজি স্পিনার ক্রিস গ্রিন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ৬:৪৯ পিএম

অস্ট্রেলিয়ার জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর আগেই ক্রিস গ্রিনকে ২০ লাখ রুপি ভিত্তিমূল্যতে কিনে চমক দেয় কলকাতা নাইট রাইডার্স। সেই অফস্পিনারকে ৯০ দিনের জন্য (৩ মাস) নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগব্যাশে গত সপ্তাহে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হওয়ার পর রোববার পরীক্ষা দেন গ্রিন। সেখানেই অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছে ২৬ বছর বয়সী এই অফস্পিনারের।
গ্রিন অবশ্য চাইলে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন। তবে শুধু ব্যাটসম্যান হিসেবে সিডনি থান্ডার তাকে খেলাবে বলে মনে হয় না। সেক্ষেত্রে বিগব্যাশের চলতি আসরটা বলতে গেলে শেষ এই স্পিনারের। তবে আইপিএলে আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্স চাইলে খেলাতে পারবে এই অফস্পিনারকে। কেননা তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া, এর আওতায় আইপিএল পড়ে না। যদিও আইপিএলে খেলতে গেলেও আম্পাযারদের কড়া নজরের মধ্যেই থাকবেন এই অলরাউন্ডার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ