Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

রাসেলের রেকর্ডের পাশে রশিদ খান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ৫:২৫ পিএম

অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের বিপক্ষে হ্যাটট্রিক করলেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। আগে ব্যাট করে অ্যাডিলেড মাত্র ১৩৫ রান তোলে। অল্প পুঁজি গড়েও সিডনির বিপক্ষে অ্যাডিলেড লড়াই করে রশিদ খানের হ্যাটট্রিকে। এতে ম্যাচটি জমেও ওঠে। তবে শেষ পর্যন্ত দুই উইকেটে হেরে যায় রশিদ খানরা।

ইনিংসের ১১তম ওভারের শেষ দুই বলে জেমস ভিনস ও জ্যাক অ্যাডওয়ার্ডসকে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন রশিদ। ১৩তম ওভারের প্রথম বলেই জর্ডান সিল্ককে তুলে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৪ ওভারে ২২ রান খরচায় ৪ উইকেট শিকার করেন রশিদ।

অ্যাডিলেডের হয়ে এ দিন টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় হ্যাটট্রিকের কীর্তি গড়লেন আফগান লেগি। টি-টোয়েন্টিতে রশিদ খানের প্রথম হ্যাটট্রিক ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। এরপর জাতীয় দলের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি। তৃতীয়টি আসল বিগ ব্যাশে।

টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে তিনটি হ্যাটট্রিকের কীর্তি আছে শুধু ক্যারিবীয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের। তার তিনটি হ্যাটট্রিক আসে যথাক্রমে ভারতের বিপক্ষে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ