বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের মণিরামপুরে শিলা বৈদ্য (৪০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার কুচলিয়া গ্রামের অরুণ বৈদ্যর স্ত্রী।
মণিরামপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ বেড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্বজনরা বলেছেন, এনজিও ঋণে জর্জরিত হয়ে দীর্ঘদিন ছিলেন তিনি দুশ্চিন্তাগ্রস্ত। মঙ্গলবার তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। দুই সন্তানের জননী শিলা বৈদ্য এর আগে কয়েকটি এনজিও থেকে বেশকিছু টাকা ঋণ নিয়ে সংসার চালাতেন। সর্বশেষ স্থানীয় একটি এনজিও থেকে দেড় লাখ টাকা ঋণ নেন শিলা। মঙ্গলবার তার কিস্তি পরিশোধের দিন ছিল। দুশ্চিন্তায় অস্থির হন তিনি। রাতে দুই মেয়েকে আলাদা ঘরে দিয়ে অন্য ঘরে ঘুমিয়ে পড়েন শিলা। সকালে মায়ের উঠতে দেরি দেখে মেয়েরা ডাকাডাকি করে। কোন সাড়া না পেয়ে তারা চিৎকার দেয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে শিলার মৃতদেহ ঝুলতে দেখেন।
মণিরামপুর থানার সেকেন্ড অফিসার এসআই দেবাশীষ বিশ্বাস বলেন, ৫-৬টি এনজিও থেকে শিলার ঋণ নেওয়া ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।