নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ লাখ ৪০ হাজার টাকা দিলেন গৌহাটি-শিলং সাউথ এশিয়ান (এসএ) গেমসে সোনাজয়ী তিন ক্রীড়াবিদকে। বাড়ি ভাড়ার বকেয়া বাবদ এই অর্থ পেলেন শ্যুটার সাঁতারু মাহফুজা খাতুন শিলা, শাকিল আহমেদ ও ভারোত্তোলক মাবিয়া আক্তর সিমান্ত। গতপরশু রাতে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বকেয়া অর্থের চেক তুলে দেন। ২০১৬ সালে এসএ গেমসের পর প্রত্যেককে একটি করে ফ্ল্যাট উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই ফ্ল্যাট তৈরীর সময় পর্যন্ত ফি মাসে অন্যত্র আবাসনের ভাড়াও দেয়ার প্রতিশ্রæতি দিয়েছিলেন তিনি। সেই মোতাবেক গত ৩০ মাসের ভাড়া পেয়েছেন তিন ক্রীড়াবিদ। শ্যুটার শাকিলকে ৭ লাখ ২০ হাজার টাকা এবং সাঁতারু শিলা ও ভারোত্তোলক সিমান্তকে ৬ লাখ ৬০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।