Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুটজোড়া তুলেই রাখলেন ডি রসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ফুটবলকে বিদায় বলে দিয়েছেন ইতালির সাবেক মিডফিল্ডার ড্যানিয়েল ডি রসি। বোকা জুনিয়র্সে চুক্তি করার মাত্র ৬ মাসের মাথায় অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বছর বয়সী। ২০০৬ বিশ্বকাপ জেতা ইতালি দলের তরুণতম সদস্য ছিলেন ডি রসি। বেশির ভাগ সময় কাটিয়েছেন ইতালীয় ক্লাব রোমায়। সিরি আ’ দলটির হয়ে ১৮ বছর খেলেছেন। ৬১৬ ম্যাচ খেলে ২০০৭ ও ২০০৮ সালে দলটিকে কোপা ইতালিয়া জেতাতে অবদান রেখেছিলেন। অসামান্য অবদানে ২০০৯ সালে সিরি আ’র বর্ষসেরা ফুটবলারও হয়েছিলেন। ইতালির হয়ে ১১৭টি ম্যাচ খেলা ডি রসি জানিয়েছেন চোট ভাবনায় এমন সিদ্ধান্ত নেননি তিনি। পরিবারকে আরও বেশি সময় দিতেই অবসরের সিদ্ধান্ত তার, ‘আমার আসলে শারীরিক কোনো সমস্যা নেই। আমার মেয়ের সঙ্গে আরও বেশি সময় কাটানো প্রয়োজন। ওরা আমাকে খুব মিস করে, আমিও করি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ